শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। কম বেশি সব প্রার্থীই দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে, কেউ কেউ আবার প্রতিপক্ষের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনারও অভিযোগ করছেন। তবে, ভোটাররা বলছেন, নাগরিক উন্নয়ন বাস্তবায়নের প্রতিশ্রুতি যিনি দেবেন, তাকেই তারা ভোট দেবেন।
গাজীপুর সিটির বয়স দশ বছর পেরুলেও এখনো কিছু এলাকায় পৌঁছায়নি নগরায়নের সুযোগ সুবিধা। তবে নব ওয়ার্ডেই কমবেশি গড়ে উঠেছে শিল্প কারখানা। এজন্য জনপ্রতিনিধিদের কাছে নগরবাসীর চাওয়া, যিনি মেয়র হবেন, তিনি যেনো পরিকল্পিত নগর গড়ে তোলেন, যেখানে সবুজের মাঝে বেড়ে উঠবে শিশুরা। উন্নত হবে যোগাযোগ ব্যাবস্থা। ভোটারদের প্রত্যাশা মাথায় রেখেই প্রার্থীরাও দিয়ে যাচ্ছেন নানা আশ্বাস। বলছেন, জনগণ সুযোগ দিলে আধুনিক নগরী গড়ে তোলা হবে। জনগণ রায় পাবার জন্য প্রার্থীরা শেষ মুহুর্তের প্রচার চালিয়ে যাচ্ছেন গাজীপুরের আনাচে কানাচে। দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট।
সোমবার সকালে গাজীপুরে ভোটের প্রচারে নেমে নৌকার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, ভোটের পরিবেশ ভালো আছে। তবে নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। গাজীপুরবাসী নৌকাতে ভোট দিবে।
স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়ে ভোটের পরিবেশ নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন আজমত। বলেন, এসব করে এবার লাভ হবে না। সকালে টঙ্গীতে নিজ বাসায় নেতা কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তিনি। শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কূটনীতিকদের কাছে চিঠি দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন। রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার বরাবর ইংরেজিতে দেওয়া তিন পাতার চিঠিতে তিনি নির্বাচনে সেনা মোতায়েনসহ সাত দফা দাবি তুলে ধরেছেন।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী গাজী আতাউর রহমানের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, প্রার্থীর সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা নানাভাবে অসৌজন্যমূলক আচরণ করছেন। সোমবার এ বিষয়ে তারা লিখিত অভিযোগ করেছেন ইসির কাছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অপরাধের সংক্ষিপ্ত বিচার শেষ করতে ১৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটের দিন ২৫ মে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলেও বিধিনিষেধ জারি করা হয়েছে।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.