সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে রাজধানীর দুই পাশে পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলা বিএনপির এই কর্মসূচিতে অংশ নেবে যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি উদ্যোগে মঙ্গলবার দুপুর আড়াইটায় গাবতলী বিউটি সিনেমা হল সংলগ্ন এসএ খালেক বাস কাউন্টার সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগে দুপুর আড়াইটায় ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন মোড় থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আর গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু হবে বেলা ১১টায়। পদযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রার দিকে যাবে। শেষে বাহাদুর শাহ পার্কে গিয়ে পদযাত্রা শেষে হবে।
পদযাত্রায় অংশ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ কয়েক দল, সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.