ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

আবারও করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৩ মে ২০২৩ ১১:৫৮:২৯ আপডেট: ২৩ মে ২০২৩ ১৩:২০:০২
আবারও করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। 

করোনা পজিটিভ হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

এই নিয়ে তিনবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিএনপির মহাসচিব। গত বছর জানুয়ারিতে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। চারবার করোনার টিকাও নিয়েছেন মির্জা ফখরুল।  

রোববার নীলফামারীতে বিএনপির সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। সোমবার রাজধানীর একটি হোটেলে জ্বালানি খাত নিয়ে এক আলোচনায় অংশ নেয়ার পর অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষার  নমুনা পরীক্ষা করাতে দেন।

এদিন সকাল ১০টায় তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। 


একাত্তর/আরবি    

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads