মাত্র ৫৮ বছরেই চলে গেলেন আইরিশ অভিনেতা রে স্টিভেনসন। পশ্চিমা টিভি দর্শকদের কাছে তিনি যেমন জনপ্রিয়, তেমনি উপমহাদেশের দর্শকদের কাছেও সমান পরিচিত স্টিভেনমন। তিনি সুপারডুপার হিট ‘আর আর আর’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে সবার মন জয় করেন।
পানিশার, ওয়ার জোন থেকে শুরু করে থর, কিং আর্থারের মতো ছবিতে কাজ করেছেন তিনি। সেই সঙ্গে রাজামৌলির সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। ২১ মে তার মৃত্যু হয়। সেই খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
রে স্টিভেনসনের জন্ম ১৯৬৪ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের লিসবার্নে। তার বাবা ছিলেন রয়্যাল এয়ারফোর্সের পাইলট। আট বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। ২৯ বছর বয়সে ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন।
আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ‘ভ্যারাইটি’ অনুযায়ী, স্টিভেনসন নব্বইয়ের দশকে ছোটপর্দায় অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর হলিউডের ব্লকবাস্টার ছবিতে অ্যাকশন দৃশ্যে সুযোগ পেতে শুরু করেন তিনি। ৪৪ বছর বয়সে টেলিভিশন সিরিজ ‘রোম’-এ টাইটাস পুলোর চরিত্রে তাঁর অভিনয় প্রথম তাঁকে মার্কিন মুলুকে খ্যাতি এনে দেয়। এই সিরিজের তিনটি সফল সিজন দেখানো হয় ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত।
১৯৯৮ সালে ‘দ্য থিওরি অব ফ্লাইট’র মাধ্যমে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেন রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৪ সালে ‘কিং আর্থার’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। এটাই ছিলো তার বিগ ব্রেক। ওই ছবিতে ড্যাগোনেটের চরিত্রে অভিনয় করেন তিনি।
স্টিভেনসনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর অন্যতম মার্ভেলের ‘থর’ ট্রিলজিতে ভলস্ট্যাগ চরিত্র। তবে ভারতে তাঁর খ্যাতি আরও ছড়িয়ে পড়ে ‘আর আর আর’ ছবিতে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ খ্যাত অভিনেত্রী অ্যালিসন ডুডির সঙ্গে অভিনয়ের মাধ্যমে।
দক্ষিণ ভারতের নামী পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘আর আর আর’-এ তাঁর অত্যাচারী গভর্নর স্কট বাক্সটনের চরিত্র ভারতীয় দর্শকের কাছে তাঁকে বহুল পরিচিত করে তোলে। জুনিয়র এনটিআর ও রাম চরণের সঙ্গে এই ছবিই তাঁর একমাত্র ভারতীয় ছবি।
‘ভ্যারাইটি’ সাময়িকী অনুযায়ী, ২০০৮ সালে স্টিভেনসন সুযোগ পান মার্ভেলের ছবি ‘পানিশার: ওয়ার জোন’-এ মুখ্য চরিত্রে। তাঁর শেষ কাজ অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজ ‘আহশোকা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আট পর্বের এই সিরিজ মূলত স্টার ওয়ার্স ইউনিভার্সের ‘দ্য ম্যান্ডালোরিয়ান' স্পিন অফ নিয়ে তৈরি। এটিসহ চলতি বছরে স্টিভেনসনের তিনটি প্রজেক্ট রিলিজ হওয়ার কথা।
প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। আরআরআর-এর টুইটার হ্যান্ডেল থেকে স্টিভেনসনের মৃত্যুতে শোক জানানো হয়। অভিনেতার একটি ছবি শেয়ার করে লেখা হয়, কী নিদারুণ শোকের খবর আমাদের আরআরআর টিমের কাছে। স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। স্যার স্কট, আপনি সব সময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।
পরিচালক রাজামৌলি টুইটারে লেখেন, মর্মান্তিক! এই খবর বিশ্বাস করতে পারছি না। রে নিজের সঙ্গে করে সেটে অনেক শক্তি এবং প্রাণবন্ত স্বভাব নিয়ে আসতেন। যা ছিলো সংক্রামক। ওঁর সঙ্গে কাজ করা নির্মল আনন্দ। আমার প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গে। তাঁর আত্মার শান্তি কামনা করি।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.