ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ওমানকে হারিয়ে হকিতে শুভ সূচনা বাংলাদেশের

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৩ ১১:৫৫:৪২ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:০৩:৩৮
ওমানকে হারিয়ে হকিতে শুভ সূচনা বাংলাদেশের

স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ। দুই শূন্য গোলে জয়ের রাতে স্কোরশিটে নাম তুলেছেন তাসিন আলী আর জাহিদ হোসেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রাকিবুল হাসান রকি।

মঙ্গলবার প্রথম গোলে ২২তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। সেই গোলের রেশ থাকতেই ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।

বাংলাদেশের পরের ম্যাচ ২৫ মে, প্রতিপক্ষ মালয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ ব্যবধানে উড়িয়ে মালয়েশিয়া টুর্নামেন্ট শুরু করেছে।

২০১৫ সালে দুইবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার পুল পর্বের দেখায় জমজমাট লড়াইয়ের পর ৫-৪ গোলে জিতেছিল বাংলাদেশের যুবারা। পরে স্থান নির্ধারণী ম্যাচেও তারা শুট আউটে জিতেছিল ৩-২ ব্যবধানে।

এবারের আসরে অংশ নিচ্ছে ১০ দেশ। এখনও গ্রুপিং ড্র হয়নি।

অংশ নিতে চলা দলগুলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড।

আরও পড়ুন: ব্যাটে দ্যুতি ছড়িয়ে ফিরে আসার গল্প লেখেন শান্ত

দলগুলোর মধ্যে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া ৪ দেশ পাবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads