জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনি ছাড়াও আরো অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করা হয়েছে।
বুধবার দুপুরে শেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। পরে আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।
অভিযোগে বলা হয়, রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন যা রাষ্ট্রদ্রোহীতা অপরাধের শামিল। এই অপরাধের জন্য বিএনপির ওই নেতাসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়।
মামলার বিষয়ে উৎপল বলেন, রাজশাহীর বিএনপির নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির পর থেকে পুরো দেশ বিক্ষোভে ফেটে পড়ে। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র নেতা হিসেবে আমার নেত্রীর নিরাপত্তা এবং সুষ্ঠু বিচারের দাবীতে শেরপুর আদালতে মামলাটি দায়ের করি।
মামলার সময় উপস্থিত ছিলেন এডভোকেট চন্দন কুমার পাল, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভকেট রফিকুল ইসলাম আধার, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.