ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৫ মে ২০২৩ ১৫:৩৫:৫৭ আপডেট: ২৫ মে ২০২৩ ১৫:৪১:০৯
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে স্বাগত জানাল বিএনপি

নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মার্কিন নতুন ভিসা নীতির পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পদক্ষেপ আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। রাজধানীর গুলশানে মার্কিন দূতের বাসভবনে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈঠক চলে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে উদ্বেগ উৎকণ্ঠা তারই প্রতিফলন ভিসা নীতি। যারাই ভোট চুরির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদের জন্যই এটা প্রযোজ্য।

তিনি বলেন, ভোট চুরিকে নির্বাচন বলে না। আমেরিকার এই পদক্ষেপ আগামী নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সহায়তা করবে। গাজীপুরে গণতান্ত্রিক পরিবেশ নেই।

আরও পড়ুন: সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়: কাদের

আমির খসরু আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই মেসেজ আওয়ামী লীগ না ভাবলে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads