ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

মুন্সীগঞ্জে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৫ মে ২০২৩ ১৫:৪৭:৫৪
মুন্সীগঞ্জে শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি এর উচ্ছেদকৃত রাইস মিলের টিনের চালের চাপায় পড়ে থাকা এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধলেশ্বরীর তীরে মিরকাদিম মাছের আড়ৎ সংলগ্ন এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত সুরুজ মুন্সীগঞ্জ সদরের সরদারপাড়া এলাকার আলেক খাঁর ছেলে। তিনি ঘটনাস্থলের পাশেই ‘মা রাইস মিলে’ কাজ করতেন।

মা রাইস মিলের স্বত্বাধিকারী বিশ্বজিৎ বনিক জানান, সুরুজ মঙ্গলবার রাতে কাজ শেষ করে মিল থেকে বের হয়ে পরের দিন বুধবার আর কাজে আসেনি। মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় পরিত্যক্ত টিন চাপা পড়ে এই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তারা।

আরও পড়ুন: রোহিঙ্গাদের রাজি করাতে দেশে এলো মিয়ানমারের প্রতিনিধি দল

মুন্সীগঞ্জ হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অমল কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads