শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ভোট। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। আর প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্ট গাজীপুরের ভোটাররা। একইসঙ্গে কেন্দ্রগুলোর পরিবেশ নিয়েও খুশি তারা।
গাজীপুরের নতুন নগরপিতা নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা।
ভোটাররা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিলো না কোনো অভিযোগ।
তবে গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএম বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি বুথে ইভিএম বিকল হয়ে যায়। তবে বেলা ১১টার দিকে ওই বুথে আবার ভোট গ্রহণ শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম।
উল্লেখ্য, এবারই প্রথম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সব কটি কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে।
আরও পড়ুন: এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: ইকোনমিস্ট
গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার আর নারী ৫ লাখ ৮৬ হাজার, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৮ জন।
অন্যদিকে এবার মেয়র পদে লড়ছেন ৮ প্রার্থী, সাধারণ কাউন্সিলর ২৪৬ আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৭৯ জন প্রার্থী।
নির্বাচনের ৪৮০টি কেন্দ্রই ছিল সিসিটিভির নজরদারিতে। পাশপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.