ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

গাজীপুরের ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৫ মে ২০২৩ ১৯:১৮:৩৭ আপডেট: ২৫ মে ২০২৩ ১৯:২০:০৮
গাজীপুরের ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে: নির্বাচন কমিশন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, ভোটার ও প্রার্থী দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছে। তাই সবাই ফলাফল মেনে নিবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোটার অংশ নিয়েছেন বলেও জানান তিনি। 

দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর নির্বাচনে ৪৮০ টি কেন্দ্রের মধ্যে ৩৫১ টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। সে কারণেই প্রতিটি ভোটকক্ষে একটি এবং বাইরে দুইটি করে প্রায় সাড়ে চার হাজার সিসি ক্যামেরায় নিবিড় পর্যবেক্ষণ ছিল নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের।

দুইটি কেন্দ্রে ভোটকক্ষে অবৈধভাবে প্রবেশের সময় দুইজনকে আটক করে পুলিশ। এছাড়া পুরো ভোটের সময়টাতে কোন অনিয়ম ছিল না উল্লেখ করে নির্বাচন কমিশনার জানান, পর্যবেক্ষক, ভোটার কিংবা প্রার্থী সকলেই সন্তুষ্টি জানিয়েছেন।

মোহাম্মদ আলমগীর বলেন, কিছু কেন্দ্রে ইভিএম এর কারিগরি জটিলতার কারণে ভোট গ্রহণে দেরি হয়েছে। সেখানেও যদি কোন অনিয়মের অভিযোগ ওঠে সেগুলো তদন্ত করে দেখবেন তারা।

আরও পড়ুন: ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্ট গাজীপুরের ভোটাররা

এসময় নতুন মার্কিন ভিসা নীতির ব্যাপারে প্রশ্ন করলে কমিশনার জানান, ভিসা নীতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, নির্বাচন কমিশন তাদের আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads