প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে পাঁচদিনের রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে আদালতে তোলা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।
রিমান্ড শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সকাল ১১টায় নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের করা প্রথম মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এক সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন জানান, আবু সাইদ চাঁদ প্রাইভেটকারে করে পালানোর চেষ্টা করছিলেন। এসময় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: গাজীপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি আলমগীর
সংবাদ সম্মেলন শেষে চাঁদকে আদালতের মাধ্যমে দুপুরেই কারাগারে পাঠানোর কথা ছিল। তবে এমনটি জানানো হলেও পরে আদালতে তুলে চাঁদের নামে রিমান্ডের আবেদন জানানো হয়।
গেল ১৯ মে পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় চাঁদ তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেন। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.