জাপানের মধ্যাঞ্চলে নাগানো প্রিফেকচারে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাকানো শহরে ছদ্মবেশে থাকা এক ব্যক্তি এক নারীকে ছুরিকাঘাত করার পর একটি শিকারি রাইফেল নিয়ে গুলিবর্ষণ শুরু করেন।
এতে ওই নারী ছাড়াও দুই পুলিশ সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
কথিত হামলাকারী একটি অফিস ভবনের ভিতরে লুকিয়ে আছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে এ ঘটনায় আহত চতুর্থ এক ব্যক্তিকে উদ্ধার করা যায়নি, কারণ সন্দেহভাজন যেখানে লুকিয়ে আছে তিনি তার কাছাকাছি রয়েছেন।
গত বছরের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করা সত্ত্বেও জাপানে বন্দুক সহিংসতার ঘটনা অত্যন্ত বিরল।
বার্তাসংস্থা কিয়োডো জানিয়েছে, হামলাকারী টুপি, মুখোশ এবং সানগ্লাস পরা একজন ব্যক্তি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: রাশিয়ার কাছে বাখমুত হস্তান্তর শুরু: ওয়াগনার
শহর কর্তৃপক্ষ এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার আহবান জানিয়েছেন। সন্দেহভাজনের পরিচয় এবং তার উদ্দেশ্যসহ অন্য কোনও বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বন্দুক সহিংসতার ঘটনা জাপানে অত্যন্ত বিরল, যেখানে বন্দুকের মালিকানা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং বন্দুকের মালিক হতে চাইলে কাউকে লাইসেন্স নেয়ার আগে একটি কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.