ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

রূপগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৫ মে ২০২৩ ২০:৫৭:২৫ আপডেট: ২৫ মে ২০২৩ ২০:৫৭:৫৭
রূপগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের দিনব্যাপী সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার নাওড়া এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। 

আহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এবং সংঘর্ষের ঘটনায় তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও রূপগঞ্জ থানার চিহ্নিত সন্ত্রাসী মোশারফ হোসেন মোশা ও তার লোকজন সকালে উপজেলার নাওড়া এলাকায় মানুষের জমিতে কাজ করতে বাধা দেন। এ নিয়ে গ্রামবাসীর সাথে তার বাকবিতণ্ডা হলে তার দুই গানম্যান আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি করে। এসময় গ্রামবাসীও সংঘবদ্ধ হয়ে মোশারফ বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। এসময় টেটা, রামদা, বল্লম, আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। এদের মধ্যে দুই জন গুলিবিদ্ধ রয়েছেন। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ  অভিযান চালিয়ে মোশারফকে আটক করলে তার বাহিনীর লোকজন পুলিশের উপর হামলা করে মোশারফকে ছাড়িয়ে নেয়। এসময় রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। 

আরও পড়ুন: ছাত্রদলের দুই পক্ষে গোলাগুলি, নিহত এক

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭-৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিকেলে র‍্যাব, পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads