লালমনিরহাটের আদিতমারীতে এক ইউপি সদস্যের মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক ও সিটের ভিতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ইউপি সদস্য হারুন-অর-রশিদের বাড়িতে এই ফেনসিডিল উদ্ধারের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ইউপি সদস্য হারুন অর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হারুন ও তার সহযোগী রুবেল মিয়া পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়িতে থাকা একটি মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক ও সিটের ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই মোটরবাইকটি জব্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারি থানায় ইউপি সদস্য হারুন অর রশিদ ও তার সহযোগী রুবেল মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় বলেও জানায় পুলিশ।
মামলার আসামিরা হলেন মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ইউপি সদস্য হারুন অর রশিদ (৪৬) ও একই ইউনিয়নের ডাকুর খামার এলাকার মহুবর রহমানের ছেলে রুবেল মিয়া (২৪)।
আরও পড়ুন: রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পলাতক মাদক ব্যবসায়ী ইউপি সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.