রাজধানীর যাত্রাবাড়ীতে বোমার আঘাতে ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক আহত হয়েছেন। আহত ওই নেতার নাম মো. সম্রাট হোসেন (৩৫)। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে।
শামীম আহমেদ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, সংসদ সদস্যের অফিস থেকে বের হয়ে বাসায় যাবার পথে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে কে বা কারা বোমা নিক্ষেপ করে। এ সময় সম্রাট পিঠে আঘাত পান। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.