গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে বৃহস্পতিবার দিনভর নজর ছিলো কমিশনের।
উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে বলে জানান, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি জানান ভোটার ও প্রার্থী দুই পক্ষই ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় জায়েদা খাতুনকে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম। জানা গেছে, গাজীপুর সিটির মোট ভোটার ১১ লাখ ৮৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন।
বৃহস্পতিবার দিবাগত রাতে ৪৮০টি কেন্দ্রের সব কয়টির ফলাফল ঘোষণা করা হয়। এতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ঘড়ি প্রতীকে মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি হাতি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।
জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন লাঙল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট। গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট। জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. হারুন-অর-রশিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২৬ ভোট।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.