ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ বিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
এছাড়াও বিজেপি সরকারের আরো বেশ কিছু বিতর্কিত বিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
কংগ্রেস সরকার জানিয়েছে, ওই রাজ্যে ধর্মান্তরকরণ বিরোধী বিল, গোহত্যা বিরোধী বিল-সহ যে সব আইন নিয়ে সাম্প্রতিক অতীতে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছে, সেগুলোও তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
কর্নাটকে কংগ্রেস মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে এক টুইটে জানিয়েছেন, বিজেপি সরকারের আনা যে সব বিল রাজ্যের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলেছে, বিনিয়োগ নিরুৎসাহিত করছে, কর্মসংস্থান তৈরিতে বাধা দিচ্ছে এবং যেগুলো অসাংবিধানিক, ব্যক্তি অধিকারের লঙ্ঘন সেগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.