ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৩ ১২:৪০:২০ আপডেট: ২৬ মে ২০২৩ ১২:৪১:০৮
কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। 

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। প্রায় এক মাস ধরে কিয়েভে বিমান হামলা অব্যাহত রেখেছে মস্কো।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান শেরহি পপকো জানিয়েছেন, প্রায় তিন চার ঘণ্টা ধরে চালানো বিমান হামলার সময় সবগুলো ড্রোন ধ্বংস করেছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 

তাদে দাবি, ইরানের নির্মিত শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাথমিক তদন্তে বিষয়টি জানা গেছে বলে উল্লেখ করেন তিনি। 

এদিকে, রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি বলেছেন, 'ইতিহাসের অন্ধকার পক্ষকে' সমর্থন দেয়া থেকে ইরানকে সরে আসতে হবে।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads