ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

পিএসজিতে এমবাপের ভাগ্যে কি আছে?

খালিদ জামিল, একাত্তর
প্রকাশ: ২৬ মে ২০২৩ ১৩:০৩:৩৬
পিএসজিতে এমবাপের ভাগ্যে কি আছে?

নেইমার-মেসির পর এবারে পিএসজিতে অনিশ্চিত কিলিয়ান এমবাপের ভাগ্যও। যদিও এই সিজনে থেকে যাওয়ার কারণে লয়্যালটি বোনাস হিসেবে পাচ্ছেন মোটা অঙ্কের টাকা। তবে এই ব্যাপারটাই আবার আভাস দিচ্ছে, আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হলেই প্যারিয়াসিয়ানদের বিদায় জানাবেন তিনি।

সম্প্রতি প্রাক দি প্রিন্সে নিয়মিত অনুশীলনের এক ছবি ছড়িয়েছে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে পিএসজির অনুশীলনে নেইমার জুনিয়র এবং আর্জেন্টাইন সুপার হিরো লিওনেল মেসিও ছিলেন। কিন্তু তাদেরকে ছাপিয়ে গ্যালারিতে আসা দর্শকদের আগ্রহের কেন্দ্রে একজন, লোকাল বয় ওয়ান অ্যান্ড অনলি কিলিয়ান এমবাপে। তার কাছেই অটোগ্রাফ আর ফটোগ্রাফের আবদার সবার। 

অথচ এই এমবাপে ফরাসি ক্লাবে থাকতে চান না। আরো বড় স্বপ্ন নিয়ে চান ঐতিহ্যের অংশ হতে। আর সেজন্য গায়ে জড়াবেন রিয়াল মাদ্রিদের জার্সি। যদিও এসব গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে এমবাপে, প্যারিসিয়ানদের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বছরখানেক আগেই।

রিয়ালে যোগ দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে না করে বেশ কিছু আর্থিক ক্ষতির মুখে পড়ে স্প্যানিশ জায়ান্টরা, যে কারণে তারা বিচার দিয়েছিল ইউয়েফার কাছেও।

তবে এমবাপে ডিলটা এমনি এমনি করেননি, তার পকেট ভারি করার দায়িত্বটাও ঠিকই নিয়েছে ফরাসি জায়ান্টরা। মাসে চার মিলিয়ন পাউন্ড বেতন পাচ্ছেন এই বিশ্বকাপ জয় করা ফরোয়ার্ড, যেটা তাকে করেছে বিশ্বের সবচেয়ে বেশি স্যালারি ড্র করা ফুটবলার।

এক্সটেনডেট ডিল অনুযায়ী প্যারিসের ডেরায় ২০২৩-২৪ সিজন পর্যন্ত থাকবেন এমবাপে। তবে চাইলে সেই মেয়াদ তার তরফ থেকে বাড়ানো যাবে এক বছর। আর এই যে তিনি থেকে গেছেন তার জন্য চলতি সিজনেই ৯০ মিলিয়ন ইউরো লয়্যালটি বোনাস পাচ্ছেন ফরাসী ফরোয়ার্ড।

আরও পড়ুন: চেলসির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয়

বোনাসের টাকাটা পকেটে পুরছেন ঠিকই, তবে এই পিএসজির প্রতি আসলে কতটা লয়্যাল তিনি তা নিয়ে জোর গলায় কিছু বলার উপায় নেই। কারণ আগামী বছর তার প্যারিস ছাড়ার গুঞ্জনটা এখন বেশ জোরালো। হাতে আছে এক বছর, এর মধ্যে যদি প্যারিসিয়ানদের চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেন তবে গল্পের মোড় ঘুরে যেতে পারে অন্যদিকেও।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads