শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক কৃষককে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদরের আন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কৃষক মোজাম্মেল হক (৫৬) আন্ধারিয়া-সুতিরপাড় এলাকার মৃত আ. খালেকের ছেলে এবং সাইদুল ইসলাম (৪০) রঘুনাথপুর চক নাওভাঙ্গা এলাকার আজত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মোজাম্মেল হক তার আবাদি জমিতে স্থাপিত বৈদ্যুতিক সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে তার হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পাশেই থাকা আরেক কৃষক সাইদুল ইসলাম মোজাম্মেল হককে বাঁচাতে তার হাত ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ছাত্রদলের সেই গোলাগুলির ঘটনায় নিহত আরও এক
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.