ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

বিশ্ব অঙ্গনে বাড়ছে বাংলাদেশি চলচ্চিত্রের কদর

পার্থ সনজয়, কান থেকে
প্রকাশ: ২৬ মে ২০২৩ ১৮:১৮:০৫
বিশ্ব অঙ্গনে বাড়ছে বাংলাদেশি চলচ্চিত্রের কদর

গেল কয়েক বছরে কান সৈকতে ছিলো বাংলাদেশি তারকাদের উজ্জ্বল উপস্থিতি। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের ছবি রেহানা মরিয়ম নূর।

এরপর ৭৫তম আসরে বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানিয়েছিলেন বাংলাদেশের স্টল নেয়ার কথা। সেই ঘোষণা অনুযায়ী ৭৬তম আসরে ছবির বাজারে ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। সেখানে প্রদর্শিত হয় অরণ্য আনোয়ার পরিচালিত ছবি ‘মা’।

‘মা’ ছবির পরিচালক ও প্রযোজকের মতে, বিশ্ব চলচ্চিত্রের অন্যতম উৎসব কানে নিজেদের ছবির প্রদর্শনী অন্য মাত্রা এনে দেয়।

গত আসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সেবারই পরবর্তী কান উৎসবে বাংলাদেশি স্টল থাকার ঘোষণা দেন তথ্যমন্ত্রী। সে অনুযায়ী এবারের ৭৬তম আসরে উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’ বিভাগে স্টল নিয়েছিল বিএফডিসি।

তবে শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় ৭৬তম কান উৎসবে বাংলাদেশ প্যাভিলিয়নে যোগ দিতে পারেনি বিএফডিসি’র প্রতিনিধি দল।

গেল কয়েক বছরের মধ্যে কানে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি ছিল ৭৪তম আয়োজনে। সেই আসরে অফিসিয়াল সিলেকশন ‘আ সার্তে রিগা’য় নির্বাচিত হয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’।

সেবার রেডকার্পেট ও ফটোকলে আলো ছড়ান বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কানে প্রদর্শনীর পর স্ট্যান্ডিং ওভেশন পায় ‘রেহানা মরিয়ম নূর’। 

কানে ‘রেহানা মরিয়ম নূর’ এর এমন জয়জয়কারের পর বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের কদর আরও বেড়ে যায়। বিশ্বের সিনে সমালোচকদের আলোচনায় শক্তিশালী জায়গা করে নেয় দেশের চলচ্চিত্র।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads