ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

গাজীপুরে গণতন্ত্র জিতেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৬ মে ২০২৩ ১৮:২৯:৩৬ আপডেট: ২৭ মে ২০২৩ ০৯:৪৩:৪১
গাজীপুরে গণতন্ত্র জিতেছে: কাদের

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় গাজীপুরে গণতন্ত্র জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার তিনি বলেন, ‘সারাবিশ্ব নির্বাচনের প্রশংসা করছে। সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন সরকার করতে পারবে না-বিএনপির এমন প্রচারণা মিথ্যা হয়েছে। গাজীপুরে গণতন্ত্র জয়লাভ করেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন। গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতলে মানুষ যতটা খুশি হতো, তার চেয়ে খুশি হয়েছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়াতে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখলে রাখতে চায় না।’ 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। 

আগামী ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটির ভোট হবে। গাজীপুরের মতোই এই চার সিটি করপোরেশনের নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার পর বিএনপির ভোট কমে যাবে। আমাদের নির্বাচন আমরা করবো। দেশের নির্বাচন ব্যবস্থা আমরা তৈরি করবো। আমরা আতঙ্কগ্রস্ত নই।  

এসময় বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কারো হুমকিতে বা নিষেধাজ্ঞায় কাবু হয়ে মাথা নত করার মানুষ মুজিবের বেটি নয়। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে চায়। কিন্তু যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কার্যকর হয় কিনা সেটা আমরা দেখবো।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তত্ত্বাবধায়ক হবে না। আমরা সংবিধান অনুযায়ী চলবো। কোন বিদেশি বন্ধু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলেনি।’


একাত্তর/আরবি 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads