ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

নতুন মার্কিন ভিসা নীতিকে ইতিবাচক বলছেন সাবেক কূটনীতিকরা

শারমিন নীরা, একাত্তর
প্রকাশ: ২৬ মে ২০২৩ ১৯:৩৮:০৭ আপডেট: ২৬ মে ২০২৩ ২১:২১:১৭
নতুন মার্কিন ভিসা নীতিকে ইতিবাচক বলছেন সাবেক কূটনীতিকরা

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে উৎসাহিত করতে আমেরিকার নতুন ভিসা নীতিকে ইতিবাচক বলেই মনে করছেন সাবেক কূটনীতিকেরা। 

তারা বলছেন, এটি সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনায় যেমন সহায়ক হবে, তেমনি যে দলগুলো তাদের মনমতো না হলে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে, তাদেরও বার্তা দেবে। 

সেই সঙ্গে, আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও মত প্রকাশের ক্ষেত্রে বাধা তৈরি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। 

গেলো ২৪ মে দেয়া এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের এমন ঘোষণার পর গেলো দু’দিন ধরে আলোচনায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রসঙ্গ। 

যাকে, এরিমধ্যে স্বাগত জানিয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলো। সরকার বলছে, আমেরিকার নীতি নির্বাচন অনুষ্ঠানে সহায়ক। প্রায় একই সূর সরকারবিরোধী দলগুলোর মধ্যেও।

আর, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বলছেন, ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশ এখন সবারই কাছে গুরুত্বপূর্ণ। এটি আর এখন দক্ষিণ এশিয়ার নিছক কোন দরিদ্র দেশের কাতারে নেই। 

তাই বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিরও গুরুত্বপূর্ণ অংশীদার। সে কারণেই যুক্তরাষ্ট্রের এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখার কথা বলছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর।

কিন্তু কিভাবে ইতিবাচক হিসেবে দেখবে রাজনৈতিক দলগুলো? সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলছেন, দলগুলো এরিমধ্যে যুক্তরাষ্ট্রের এই নীতিকে স্বাগত জানিয়েছে। 

আরও পড়ুন: আইসিটি পরিষেবা রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর দাবি

এরমধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্রকরে দলগুলোর মধ্যে আলোচনার পথও তৈরি হতে পারে বলেও মনে করেন বিএনপির এই সাবেক নেতা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলওয়ার হোসেন অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্র কতোটা নিরপেক্ষ ভূমিকা পালন করে, সেটিও নজরে রাখতে হবে। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads