ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২৬ মে ২০২৩ ২১:৩১:৫০ আপডেট: ২৬ মে ২০২৩ ২১:৩৩:৫১
ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক, আহত দুই

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী ও মোটরসাইকেলের আরেক আরোহী। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সাব্বির (২০) বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে বালিয়াকান্দির দিকে আসার পথে সোনাপুরগামী দ্রুতগতির মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেল আরোহী সাব্বির ও আকিদুল এবং ভ্যানের যাত্রী বিল্লাল শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও আহত আকিদুলকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বিল্লাল শেখকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনার

বালিয়াকান্দি হাসপাতালের মেডিক্যাল অফিসার জান্নাতুল ফেরদৌসী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়। আহত একজনকে ফরিদপুর ও অপরজনকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads