বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কোনদিনই সম্ভব না।
শুক্রবার বিকেলে বগুড়া জেলা শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মোশাররফ বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী সিন্ডিকেট। সরকার অর্থ পাচার করে দেশে লুটপাট চালাচ্ছে। বিচার বিভাগকে দলীয়করণ করে নেতাকর্মীদের মামলায় জর্জরিত করা হচ্ছে।
তিনি বলেন, এই দেশের জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সবার একটাই দাবি শেখ হাসিনার বিদায় এবং খালেদা জিয়ার মুক্তি। তাকে মুক্ত না করতে পারলে দেশে গণতন্ত্র আসবে না।
নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে মোশাররফ বলেন, দেশের এই দুর্দিনে বিএনপি নেতাদের নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপির প্রতিষ্ঠাতার নিজ জেলা হিসেবে বগুড়াবাসীর দায়িত্ব সর্বদাই বেশি। তাই রাজপথে আন্দোলনের মাধ্যমেই দেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
আরও পড়ুন: গাজীপুর সুষ্ঠু ভোট দেখানোর চেষ্টা হয়েছে: খসরু
জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দনসহ অন্যরা।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.