ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

স্বপ্নার সাথে সাথে সাফজয়ী কোচেরও পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৬ মে ২০২৩ ২২:০৬:৩৭
স্বপ্নার সাথে সাথে সাফজয়ী কোচেরও পদত্যাগ

হঠাৎ জাতীয় ফুটবল থেকে স্ট্রাইকার স্বপ্নার অবসরের ঘোষণার পরে পদত্যাগের ঘোষণা দিলেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। 

শুক্রবার নিজের ফেসবুক পেজে ফুটবলকে বিদায় জানানোর কথা লিখেন স্বপ্না। এরপর গণমাধ্যমকে তা নিশ্চিতও করেন। 

এরপর সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও জাতীয় দলের চাকরি ছাড়ার ঘোষণা দেন।

১ জুন থেকে আর কোচের পদে থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছোটন। 

স্বপ্না ব্যক্তিগত কারণ বললেও দীর্ঘদিন ধরে খেলার বাইরে থাকায় অবসাদ ও বিরক্তি থেকেই ফুটবল ছেড়েছেন বলে জানা গেছে। 

গণমাধ্যমকে গোলাম রব্বানী ছোটনও বলেছেন ব্যক্তিগত কারণের কথা। তিনি বলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন তিনি। পরিবার কিংবা আত্মীয়-স্বজন কাউকে সময় দিতে পারছেন না। ব্যক্তিগত কোনও কিছু নেই বললেই চলে। 

তাই ১ জুন থেকে আর কাজ করবেন না জানিয়ে বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে জানান তিনি। 

২০০৯ সাল থেকে বাংলাদেশের নারী ফুটবল দলের কোচ ছোটন। এই ১৪ বছরে আটটি শিরোপা জিতেছেন। পাঁচটি রানার্স-আপ ট্রফি এনেছেন ঘরে। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads