ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, শেরপুর
প্রকাশ: ২৬ মে ২০২৩ ২৩:০১:২৬ আপডেট: ২৬ মে ২০২৩ ২৩:০২:০৪
শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপি সভাপতি এবিএম মামুনুর রশীদ পলাশকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় শহরের খরমপুরের নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দল ও পরিবার জানিয়েছে, জেলা বিএনপির সমাবেশ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ডিবি পুলিশের একটি দল তাকে গাড়িতে তুলে নেয়। 

জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেলে দাবি, পলাশের বিরুদ্ধে কোনো মামলা নেই। জনসভায় চলমান রাজনীতি নিয়ে কথা বলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 

আরও পড়ুন: জিনজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ৫০ জন আহত

এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, পলাশের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads