ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

রাশিয়ার ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৩ ২৩:০৯:৩৪
রাশিয়ার ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও শক্ত করতে নতুন কিছু খাত নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে জাপান। 

শুক্রবার রাশিয়ার সামরিক খাতের পাশাপাশি নির্মাণ ও প্রকৌশল খাতকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে তারা।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, রাশিয়ার ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করা, সামরিক বাহিনীর সংস্থাগুলোতে পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে রাশিয়ায় নির্মাণ ও প্রকৌশল পরিষেবা রপ্তানির ওপর এ নিষেধাজ্ঞা থাকবে। 

তিনি আরও জানান, রুশ সেনা কর্মকর্তাসহ ৭৮টি সংস্থা ও ১৭ ব্যক্তির সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে রুশ মোবাইল ফোন অপারেটর মেগাফোনসহ ৮০টি সংস্থা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত সপ্তাহে হিরোশিমায় জাপানের আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের পর টোকিওর সর্বশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্মেলনে জোটের নেতারা রাশিয়াকে দুর্বল করার লক্ষ্যে প্রযুক্তি, শিল্প সরঞ্জাম ও পরিষেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্মত হন। 

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিয়েভ ও তার মিত্ররা মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads