নওগাঁর রাণীনগর উপজেলায় বাড়িতে পানির মটরের বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৭)। তিনি ওই গ্রামের সবিজ শাহর ছেলে। পেশায় শরিফুল ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, পানির মটরের বিদ্যুতের সংযোগ ঠিক করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে চারটি ধনেশ পাখি উদ্ধার, দুই জনের কারাদণ্ড
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.