ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

বরিশালে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: ২৭ মে ২০২৩ ০০:২৯:৪৫
বরিশালে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে বিজয়ী করার লক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে গৌরনদী পৌরসভা চত্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। 

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটি নির্বাচনে কেন্দ্রীয় টিমের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কোনো বিভেদ নয়, ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঠে নামতে হবে নৌকার প্রার্থী বিজয়ে জন্য। কে মনোনয়ন পেলো কি পেলো না সেটা এখন মূখ্য না। এজন্য আবুল হাসানাত আবদুল্লাহকে টিম লিডার করে আট সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। আমরা এখন একযোগে প্রচারে নামবো।

তিনি জানান,  বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঢাকায় থেকে নির্বাচন বিষয়ে খোঁজ খবর রাখবেন। 

বিশেষ এই সমন্বয় সভায় কেন্দ্রীয় টিমের যুগ্ম সমন্বয়ক আফজাল হোসেন, সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. শাম্মী আক্তার, আনিসুর রহমান, মো. গোলাম রাব্বানী চিনুসহ জেলার সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র,  জেলা আওয়ামী লীগের সম্পাদক, নগর আওয়ামী লীগের সভাপতি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads