ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণের দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৭ মে ২০২৩ ১০:০০:৩০
পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণের দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রোমান ওরফে ক্যাপ রোমানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। 

শুক্রবার রাত ৯টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত রোমান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার আদু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনিক গ্রুপ ও রোমান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। রাতে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় রোমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আহত রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পাথর বোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিন নারী নিহত

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads