ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

কম্বোডিয়ায় ৪০ কুমিরের আক্রমণে কুমির চাষির মৃত্যু

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৩ ১০:১৪:৫১ আপডেট: ২৭ মে ২০২৩ ১০:৫৫:৪৫
কম্বোডিয়ায় ৪০ কুমিরের আক্রমণে কুমির চাষির মৃত্যু

উত্তর কম্বোডিয়ার এক কুমির চাষি নিজের কুমিরের ঘেরে পড়ে যাওয়ার পর প্রায় ৪০টি কুমিরের আক্রমণে তার মৃত্যু হয়েছে। 

শুক্রবার সিয়াম রিপ শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। নিহত লুয়ান ন্যাম নামের ৭২ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় কুমির চাষি সমিতির সভাপতি।

একটি ডিম পাড়া কুমিরকে খাঁচা থেকে বের করার সময় সেটি তার লাঠি মুখ দিয়ে টেনে তাকে পানিতে নামিয়ে ফেলে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ প্রধান মে স্যাভরি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এরপর অন্যান্য কুমিরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে আক্রমণ করে।

তিনি বলেন, ন্যামের শরীরে কামড়ের চিহ্ন ছিল এবং তার একটি হাত অনুপস্থিত ছিল। 

আরও পড়ুন: টোকিওর পূর্ব উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

এর আগে, ২০১৯ সালে বিশ্ববিখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের কাছে অবস্থিত এই এলাকার একই খামারে একটি দুই বছরের মেয়েকে কুমির খেয়ে ফেলে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডিম, চামড়া এবং মাংসের জন্য কুমির প্রজনন করা হয়।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads