রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া (২১) হত্যার অভিযোগে করা মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি শুনানি এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন পিয়াসাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় তাকে গ্রেফতার দেখানোপূর্বক সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক পিয়াসাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুলশান থানায় করা মাদক মামলার অভিযোগপত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, পিয়াসা মডেলিং পেশার আড়ালে নিয়মিত ক্লাবে যেতেন। ক্লাব থেকে টাকার বিনিময়ে নিয়মিত মদ সংগ্রহ করতেন। পরে এসব মাদকদ্রব্য তিনি ক্লাব ও বাসায় বিভিন্ন পার্টিতে আসা লোকজনের কাছে বিক্রি করতেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পিয়াসার বাসা থেকে জব্দ করা বিদেশি মদ, বিয়ার, সিসা, ইয়াবা সম্পর্কে সঠিক কোনো জবাব দিতে পারেননি তিনি।
এর আগে দুই মামলায় জামিন পেয়েছেন পিয়াসা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ওই দুই মামলার জামিন আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহাবুব পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী।
আরও পড়ুন: আদালতে জেএমবি’র বোমা হামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন
চার বছর পর আবারও আলোচনায় আসেন পিয়াসা। গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারের পর বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে যে মামলা দায়ের হয়, তাতেও পিয়াসার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়।
একাত্তর/আরএ