স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার পর প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শনিবার (২ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রবিবার (৩ অক্টোবর) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।
পুলিশ জানায়, নিহত প্রেমিক পীরগঞ্জ পৌর এলাকার একটি মোবাইল সার্ভিসিং দোকানের মালিক। তার সঙ্গে সোনাকান্দা এলাকার এক নারীর অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। শনিবার রাতে বাসায় ফিরে ওই নারীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তার স্বামী। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি দুজনকেই পেটাতে থাকেন। মারধরে ওই যুবক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রবিবার (৩ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে আহত নারীকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের বাবার দাবি, তার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: টাকা না দেওয়ায় স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা!
ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ওসি সরেস চন্দ্র বলেন, দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করতে আসেননি। তারপরও ময়নাতদন্ত শেষে অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসএ