সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

আপত্তিকর অবস্থায় পেয়ে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা!

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:২৫ পিএম

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার পর প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শনিবার (২ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রবিবার (৩ অক্টোবর) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।

পুলিশ জানায়, নিহত প্রেমিক পীরগঞ্জ পৌর এলাকার একটি মোবাইল সার্ভিসিং দোকানের মালিক। তার সঙ্গে সোনাকান্দা এলাকার এক নারীর অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। শনিবার রাতে বাসায় ফিরে ওই নারীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তার স্বামী। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি দুজনকেই পেটাতে থাকেন। মারধরে ওই যুবক গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রবিবার (৩ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে আহত নারীকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের বাবার দাবি, তার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: টাকা না দেওয়ায় স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা!

ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ওসি সরেস চন্দ্র বলেন, দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করতে আসেননি। তারপরও ময়নাতদন্ত শেষে অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসএ

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকারের প্রধান সমালোচনা হলো- রাজনৈতিক দল ও ছাত্রদের মধ্যে ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র...
বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ১৮ জুলাই পুলিশের গুলিতে দৃষ্টি হারানো মুবিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
জেসিআই’র ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে হায়ার জেসিআই ঢাকা ওয়েস্ট রাইজ আপ রান অনুষ্ঠিত হয়েছে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ ছাড় প্রদান...
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সিলেটে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত