রাজধানীতে যাত্রীবাহী বলাকা পরিবহন বাসে মলম পার্টির কবলে পড়েন গাজীপুর মেট্রো টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক পারভেজ মল্লিক (৩৯)। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই মো: অহিদ। উদ্ধারকারী যাত্রীর বরাত দিয়ে তিনি জানান, গাজীপুর চৌরাস্তা থেকে সায়দাবাদগামি যাত্রীবাহী বাস বলাকা পরিবহনে পারভেজ মল্লিক অচেতন হয়ে পড়লে সহযাত্রী সাইদুর রহমান তাকে অচেতন অবস্থায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দুপুর ২টায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয় পারভেজ মল্লিককে। পরে ঢামেকের চিকিৎসকরা স্টোমাক ওয়াশ করে তাকে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরো বলেন, সেই যাত্রীবাহী বাসে করে পারভেজ কোথায় যাচ্ছিলেন এবং তার কাছ থেকে কি পরিমাণ অর্থ ছিল তা এখনো জানা যায়নি, তবে তার জ্ঞান ফিরলে কথা বলে বিস্তারিত জানা যাবে।
হাসপাতালে নিয়ে আসা যাত্রী সাইদুর রহমান জানান, 'গাজীপুর চৌরাস্তা থেকে বলাকা পরিবহণের বাসে সায়েদাবাদের উদ্দেশ্যে যাত্রা করি। গাড়ির মধ্যে ওই পুলিশ সদস্যকে খিলক্ষেতে আমার সামনের সিটে বসা অবস্থায় পানি খেতেও দেখেছি। যাত্রীবাহী বাস যখন বনানী ক্রস করছিলেন তখন তিনি অচেতন হয়ে পড়েন এবং তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে।'
একাত্তর/এআর