রাজধানীতে আলোচিত রেইনট্রি ধর্ষণ মামলার রায় ঘোষণা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার দুই নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোছা. কামরুন্নাহারের আদালতে এ মামলার রায়ের তারিখ ধার্য ছিল।
তবে, বিচারক ছুটিতে থাকায় রায় প্রস্তুত হয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ফারহানা আহমেদ অরেঞ্জ। রায়ের তারিখ পড়ে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
দুই তরুণীকে ধর্ষণের আলোচিত এই মামলার পাঁচ আসামি হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল।
রাষ্ট্রপক্ষ আসামিদের শাস্তি চাইলেও আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, সাফাতের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার ইন্ধনে এই মামলাটি হয়েছে।
আরও পড়ুন: সিনহা হত্যা মামলায় পঞ্চম দফার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
এর আগে গত ৩ অক্টোবর মামলাটির উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। এরপর আদালত রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ রাজধানীর রেইনট্রি হোটেলে দুই নারীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। ওই বছরের ৬ মে সাফাত ও নাঈমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।
মামলার কয়েকদিনের মধ্যে ১১ মে সিলেট থেকে সাফাতকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার হন সাদমানও। অন্য আসামিদেরও এর মধ্যে গ্রেপ্তার করা হয়।
৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৩ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
একাত্তর/এসজে