নিজেদের তৈরি করা জাল রুট পারমিট দিয়ে টঙ্গী রুটে চলছিলো অনাবিল পরিবহনের দুটি বাস। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ার পর সেই বাস দুটিকে পাঠানো হয় ভাগাড়ে।
নির্বাহী হাকিম জানান, গাড়ির মালিকারাই এসব ভুয়া কাগজপত্র তৈরির সাথে জড়িত। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সাইনবোর্ড এলাকা থেকে রামপুরা হয়ে টঙ্গী রুটে চলছে অনাবিল পরিবহনের বাস। বুধবার (১৩ অক্টোবর) এয়ারপোর্ট এলাকায় চলা বিআরটিএ- এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে অনাবিল পরিবহনের দুটি বাসের জাল রুট পারমিট।
নিজেরাই ভুয়া নম্বর তৈরি করে সেই অনুযায়ী কাগজপত্র বানিয়ে এই রুটে চলাচল করছিলো। বাস দুটিকে জরিমানা করে ডাম্পিংয়ে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী হাকিম আরিফ মুর্শেদ মিশু জানান, খালি চোখে জাল রুট পারমিট ধরা সম্ভব নয়। বিআরটিএ- এর কর্মকর্তার সইও ছিলো ভুয়া।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু শিশুদের পরীক্ষামূলক টিকা
তিনি আরও জানান, চলমান অভিযানের তারা দেখছেন কিছু গাড়ি গাড়ি তাদের রুট পার্মিট, রেজিস্ট্রেশন নবায়ন না করেই দিনের পর দিন গাড়ি চালাচ্ছে। বুধবারের অভিযানে এমন ১০টি গাড়ির বিরুদ্ধে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চলমান অভিযানের কারণে বাস মালিকদের মধ্যে কিছুটা হলেও সচেতনতা বেড়েছে বলে জানান নির্বাহী হকিম।
একাত্তর/আরএ