হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই প্রবাসী এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে একটি ফ্লাইটে করে তাঁর দুবাই যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
নিহতের নাম মোসলেম মিয়া ওরফে আবু মুসা। তাঁর বয়স ৫৩ বছর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চট্টগ্রামের ফটিকছড়িতে তাঁকে দাফন করা হবে।
বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মোসলেম মিয়া 'ফ্লাই দুবাই'য়ের যাত্রী ছিলেন। বোর্ডিং কার্ড নেওয়ার আগেই মারা যান তিনি। যাত্রার আগে তিনি করোনা পরীক্ষার জন্য প্রবাসীকল্যাণ ডেস্কে এসে প্রত্যয়নপত্রও নিয়েছিলেন।
প্রত্যয়ন নিয়ে যাওয়ার সময় তিনি মাথা ঘুরে পড়ে যান বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা। এরপর তাকে বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্কে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা।
আরও পড়ুন: আগুনে ঘরহারাদের আশ্রয় এখন মন্দিরে
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।
বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শাহরিয়ায় সাজ্জাদ বলেন, ‘অসুস্থ যাত্রীর খবর পেয়েই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যেই তিনি মারা যান। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একাত্তর/এসজে