ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- ক্রাবের বেস্ট রিপোর্টিং পুরস্কার পেয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন সহ সাতজন।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় শিল্পকলার নাট্যশালা অডিটরিয়ামে এই পুরস্কার দেয়া হয়। প্রিন্ট- অনলাইন ও ইলেট্রনিক্স মিডিয়ার সাত ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। নারী শিশু ও মানবাধিকার ক্যাটাগরিতে নারী ও ছেলে শিশু ধর্ষণ নিয়ে আইনের অভাবও বিচারহীনতার দুষ্টচক্র নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করে এই পুরস্কার জেতেন নাদিয়া শারমিন। এছাড়া অপরাধ, মাদক, নারী শিশুসহ ৭টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুরস্কার প্রাপ্তরা বলেন, পুরস্কার পেলে কাজের উৎসাহ পাওয়া যায়। সামনের দিনে এই পুরস্কার ভালো কাজ করতে সহযোগিতা করবে।
একাত্তর/এআর