সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

ঢামেক থেকে নিখোঁজ সেই রোগীর লাশ মিলল নারায়ণগঞ্জে

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৯:৪৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া রোগী মো. মাঈনুদ্দিনের (২৮) লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন তার বাবা রবিউল হক। 

গত ২৬ অক্টোবর মাঈনুদ্দিন ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ হন। এরপর গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ সদরের ২ নম্বর রেলগেইট সংলগ্ন এলাকা থেকে মাঈনুদ্দীনের লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানিয়েছেন, গত ২৯ অক্টোবর শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় সড়কের পাশে বঙ্গবন্ধু চত্বরে একটি অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যায়। পরে তা ময়নাতদন্ত শেষে পাঠানটুলী কবরস্থানে সিটি করপোরেশনের সহায়তায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরে তার আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের পর নারায়ণগঞ্জ পুলিশ রোববার যোগাযোগ করে বলে মাঈনুদ্দিনের (২৮) বাবা রবিউল হকের সাথে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

মানসিক সমস্যার সঙ্গে পেটের ব্যথা নিয়ে গত ২৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেনীর যুবক মাঈনুদ্দিন। তার লিভারের জটিলতার চিকিৎসা চলছিল। তার তিন দিন পর গত ২৬ অক্টোবর ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ হন তিনি।

অজ্ঞাতনামা লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে রাখে পুলিশ। তার সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত আঙুলের ছাপ মিলিয়ে ওই লাশ মাঈনুদ্দিনের বলে শনাক্ত করা হয়।

এরপর জাতীয় পরিচয়পত্রের দেওয়া ঠিকানা অনুযায়ী নারায়ণগঞ্জের পুলিশ ফোন করে ফেনীর পুলিশকে। ফেনীর পুলিশ মাঈনুদ্দিনের গ্রামের বাড়ির ঠিকানা অনুযায়ী একজন জনপ্রতিনিধিকে ফোন করেন। সেই জনপ্রতিনিধি রোববার দুপুরে মাঈনুদ্দীনের বাবাকে খবরটি দেন।

মাঈনুদ্দিন কেমন করে নারায়ণগঞ্জ গেলেন কিংবা কীভাবে মারা গেলেন, তা স্পষ্ট হওয়া যায়নি।

নিহতের পিতা রবিউল হক বলেন, দীর্ঘ সময় মানসিক চিকিৎসা চলেছে মাঈনুদ্দিনের। এক পর্যায়ে তার পেটের একটা অংশ শক্ত হয়ে যায়। শরীরের একটা অংশ অবশের মতো হয়ে গিয়েছিল।

২৬ অক্টোবর সকাল ৮টার পর থেকে মঈনুদ্দিনকে পাওয়া যাচ্ছিল না। সারাদিনেও তাকে না পেয়ে তার বাবা রবিউল শাহবাগ থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জিডির বরাত দিয়ে বলেছিলেন, সকাল ৮টার দিকে দুজন চিকিৎসক একটি পরীক্ষার জন্য মাঈনুদ্দিনকে ছয় তলার ওয়ার্ড থেকে দশ তলার একটি কক্ষে নিয়ে গিয়েছিলেন। মাঈনুদ্দিনের বড় ভাই জামাল উদ্দিনও সঙ্গে ছিলেন। এরপর মাঈনুদ্দিনকে ১০ তলার একটি কক্ষে রেখে জামাল নাস্তা আনতে বাইরে যান। কিন্তু ফিরে এসে তাকে আর পাননি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক তখন জানিয়েছিলেন, সিসি ক্যামেরার ভিডিওতে মাঈনুদ্দিনকে হেঁটে লিফটে উঠতে দেখা গিয়েছিল।


একাত্তর/এআর

প্রায় ২৫ বছর পর বগুড়া শহর যুবদলের ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর ঘোষণা করা নতুন এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আহসান হাবীব মমি। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. তারিক মজিদ সোহাগ।...
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত...
ল্যাক্সফো ইলেকট্রনিক্স লিমিটেড বাজারে নুতন এসি-ডিসি রিচার্জেবল ফ্যান এনেছে।
ঢাকার অভিজাত কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত নটরডেমিয়ানদের প্রথম গলফ টুর্নামেন্ট ২০২৫ ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই উদ্বোধনী ইভেন্টটি নটর ডেম কলেজ, ঢাকার ৫৬ জন সাবেক শিক্ষার্থীকে একত্রিত করেছে,...
পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত