সদ্য জামিনে কারামুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের গুরুতর আঘাত পাওয়া ডান কানে অস্ত্রোপচার শুরু হয় আজ (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায়। অস্ত্রোপচার সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এই তথ্য একাত্তরকে নিশ্চিত করেছেন কিশোরের বড় ভাই আহসান কবির।
আহসান কবির জানান কিশোরের ডান কানে বিশেষ ধরণের হিয়ারিং এইড বসানোর জন্যই এই অস্ত্রোপচার করা হচ্ছে। এই অস্ত্রোপচারের ছয় মাস পর চিকিৎসকেরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য কারাগারে কিশোরের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। এখন ডায়াবেটিস কিছুটা নিয়ন্ত্রণের আসায় আজ চিকিৎসকেরা কানে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন।
শীঘ্রই কিশোরের চোখেও একটি অস্ত্রোপচার করতে হবে বলে জানান কার্টুনিস্ট কিশোরের বড়ভাই আহসান কবির।