দেশে করোনা শনাক্তের একবছর পর দুই মাসের ব্যবধানে বুধবার (১০ মার্চ) হাজারের ঘরে পৌঁছায় শনাক্ত। সেই থেকে ১১, ১২ ও ১৩ মার্চ হাজারের ঘরেই থাকলো শনাক্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া সকলেই ঢাকা বিভাগের। মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১১ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন।
শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ১৪ জনসহ এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৫২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৩৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন।
আরও পড়ুন: জনসনের টিকার জরুরি অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৭৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২০৬টি। এখন পর্যন্ত ৪২ লাখ ৪৮ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ০৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন পুরুষ এবং নারী ৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৫২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৬ জন।