সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

সব কিছু খোলা রেখে স্কুলের ছুটি বাড়ানোয় সমালোচনা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৮ পিএম

হাট-বাজার থেকে শুরু করে গণপরিবহন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব কিছু খোলা রেখে কেবল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়ানোর সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। 

টিকা পাওয়া শিক্ষার্থীদের দিয়ে সরাসরি ক্লাস পরিচালনা করার পরামর্শ দিয়েছেন তারা। সেই সাথে অনলাইন ক্লাসও চাইছে না শিক্ষার্থী ও অভিভাবকরা। 

৬ ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হবে, এমন ভাবনার মাঝেই গেলো বুধবার আরেক দফা দু’সপ্তাহ ছুটি বাড়লো। কিন্তু যাদের সুরক্ষায় ছুটি বাড়ালো, কি বলছেন সেই শিক্ষার্থীরা?

অনেকটা অসহায়ত্ব প্রকাশ করে তারা জানাচ্ছে, সশরীরের ক্লাসের সঙ্গে কোন কিছুর তুলনা হয়। স্কুলে শুধু পড়ালেখাই নয়, বেড়ে উঠার অনেক কিছু শেখার সুযোগও আছে। 

শিক্ষার্থীদের আশা, পরিস্থিতি বিবেচনা করে সরকার শিগগিরই স্কুল খুলে দেবে সরকার। কারণ এরিমধ্যে অনেক দিন বন্ধ থাকায় অনেকে ক্ষতি হয়ে গেজে তাদের। 

শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ তাতে কি? চলছে শিক্ষা প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজ। প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, নবম-দশম শ্রেণি আর দুই পাবলিক পরীক্ষার শিক্ষার্থীদের সরাসরি ক্লাস জরুরি।

অন্যদিকে, সব কিছু খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় সমালোচনা করেন শিক্ষাবিদেরা। তারা বলছেন, স্কুল বন্ধ থাকলেও কোচিং সেন্টারে ছুটছেন অভিভাবকরা। 

স্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী মনে করেন, কম সংক্রমিত এলাকায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যেতে পারে। 

এদিকে, এক ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শিক্ষার্থীদের সুরক্ষার জন্যই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে। দুই সপ্তাহ পর আবারো পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

একাত্তর/এআর

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
প্রথম ডিজিটাল স্কুল হিসেবে IWS (আইডাব্লিউএস) অনলাইন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) থেকে স্বীকৃতি পেয়েছে।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
অনির্দিষ্টকাল, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট, ইউআইইউ,
রাশিয়ার কুরস্ক অঞ্চল সম্পূর্ণভাবে পুনর্দখলে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে...
কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে।
কানাডার ভ্যাঙ্কুভারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সন্দেহভাজন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত