বুধবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মালদ্বীপের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা। ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া অনুষ্ঠানে যোগ দেবেন পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান৷ বর্ণীল আলোয় নতুন রূপে সেজেছে রাতের ঢাকা। রাজপথ থেকে সড়ক দ্বীপ আর ভবনগুলো সেজেছে নানা রঙে। ফেস্টুনে শোভা পাচ্ছে; বঙ্গবন্ধু আর বাংলাদেশ আলাদা কোন স্বত্বা নয়; এই বাণী।
মূল আয়োজন জাতীয় প্যারেড গ্রাউন্ডে। সেজেছে মূল মঞ্চ। চলছে তারই মহড়া। আয়োজন চলবে টানা ১০ দিন। এতে অংশ নিতে ঢাকায় আসছেন পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিশিষ্ট অতিথিরা ৷ ১৭ মার্চ ‘ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’ থিমের মধ্য দিয়ে শুরুটা হলেও দশদিনের প্রতিদিন থাকবে ভিন্ন ভিন্ন থিম৷ কেবল দেশী নয় অংশ নেবেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা ছাড়াও থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা। এজন্যই নিজেদের ঝালাই করে নিতে মঙ্গলবার দিনব্যাপী মঞ্চে চলে শেষ মুহূর্তের রিহার্সেল।
বঙ্গবন্ধুর কর্মজীবন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে প্রতিটি পরিবেশনায়। গান নাচ অভিনয়সহ নানাভাবে তুলে ধরা হবে বঙ্গবন্ধুর কর্মময় জীবন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর বলেন, ‘বঙ্গবন্ধু আবেগের একটি স্থল, সেই আবেগকে ধারণ করেই সব ধরনের কাজকর্ম পরিচালনা করা হচ্ছে। অনুষ্ঠানগুলোর শুরুতে ভার্চুয়ালি অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরবর্তীতে সশরীরে উপস্থিতি রেখে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।’
আর, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক কামাল আবু নাসের চৌধুরী বলেন, ‘২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সময় বাড়ানো হয়েছে। বাড়তি সময় পাওয়ায় অনেক কাজ সম্পন্ন করা সম্ভব হবে। চিরন্তন আলোকশিখা প্রতিপাদ্য নিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নানা আয়োজন’।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আসা ভারতীয় শিল্পী মমতা শংকর ও তার স্বামী চন্দ্রোদয় ঘোষ নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা গর্বিত’। চলমান করোনা মহামারি বিবেচনায়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের সব অনুষ্ঠানে অতিথি আমন্ত্রণ সীমিত করা হয়েছে। প্রতিদিনের জন্য ৫০০ করে অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবাইকে করোনা পরীক্ষা করে অনুষ্ঠানস্থলে ঢুকতে হবে।