৩০০ দিন কারাগারে থেকে জামিনে মুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জখম পরীক্ষা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এ-সংক্রান্ত পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ডে কিশোর উপস্থিত হন।
মেডিকেল বোর্ডের প্রধান এবং ঢাকা মেডিকেলের নাক, কান, গলা বিভাগের চেয়ারম্যান শেখ নুরুল ফাত্তাহ রুমী জানান, 'মেডিক্যাল বোর্ড আজ কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করেছে। যত দ্রুত সম্ভব আমরা আদালতে চিকিৎসা প্রতিবেদন দাখিল করব।'