সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

ছুটির দিনে ওয়ার্ডে ওয়ার্ডে টিকা নিতে ভিড়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬ পিএম

ছুটির দিনেও রাজধানীর উত্তর সিটির মানুষেরা পেয়েছেন করোনার টিকা। শনিবার দেশব্যাপী বিশেষ টিকা কার্যক্রমের কথা থাকলেও ঢাকার উত্তরে এই কার্যক্রম চলছে তিনদিন ধরে।

ছুটির দিন হওয়ায় ওয়ার্ডের কেন্দ্রগুলোতে ছিলো টিকা প্রত্যাশী মানুষের প্রচুর ভিড়। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, মানুষ বেশি হলেও টিকা নিয়ে কোন সঙ্কট নেই।

শুক্রবার, ছুটির দিনে হাসপাতালগুলোতেও ছিলো টিকা নেয়ার ব্যবস্থা। তবে সেখানে ভিড় তেমন ছিলো না। কারণ, এসব কেন্দ্র যে খোলা থাকবে তা জানা ছিলো না অনেকেরই।

বর্ণাঢ্য প্রচার ঢাকার রাস্তায় রাস্তায়। এই প্রচার টিকা নেয়ার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের বিশেষ টিকা কার্যক্রমের পর ওয়ার্ডে ওয়ার্ডে প্রথম ডোজ নেয়ার সুযোগ আর নাও মিলতে পারে।

তাই শেষ সুযোগ হিসেবে বাদ পড়া মানুষদের টিকা নেয়ার আহ্বান জানানো হয়। দিনব্যাপী সেই প্রচারই চলেছে, এলাকায় এলাকায় রিকশায় করে মাইকিং করা হয়েছে।

শনিবার দেশব্যাপী একদিনে এককোটি মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা। যদিও লক্ষ্যমাত্রা পূরণে উত্তর সিটি কর্পোরেশনে এই বিশেষ টিকা কার্যক্রম চলছে তিনদিন ধরে।

শুক্রবার ছুটির দিনেও উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে টিকা নেন হাজারো মানুষ। এরপর আর এতো সহজে টিকা মিলবে কিনা সেই নিশ্চয়তা নেই। তাই সবাই আগ্রহী টিকা নিতে।

দক্ষিণখানের কসাই বাড়ি রেলগেইট এলাকায় একটি গণটিকা কেন্দ্রের কার্যক্রম দেখতে এসে মেয়র আতিকুল ইসলাম জানান, মানুষ যতই থাকুক টিকা মজুদ আছে পর্যাপ্ত।

সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, যে সব দোকানপাটের মালিক ও কর্মচারী এক ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে পারবে না তাদের দোকানপাট বন্ধ করে দেয়া হবে।

আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ প্রায় পাঁচগুণ

বৃহস্পতিবার রাজধানীর হাসপাতালগুলোতে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় থাকায় শুক্রবার ছুটির দিনেও চলেছে নিয়মিত টিকার কার্যক্রম।

যদিও সময় স্বল্পতায় প্রচারের অভাবে হাসপাতালগুলোতে টিকা নেয়া মানুষের ভিড় ছিলো না একেবারেই। তাই যারাই এসেছেন তারা বেশ আরামেই টিকা নিয়ে ফিরে গেছেন।

একাত্তর/আরএ

বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ওপর বিভ্রান্তিমূলক যে প্রচরণা চালানো হচ্ছে তা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হবে। 
বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সোচ্চার হওয়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেসওমেন বনি ওয়াটসন কোলম্যান।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত