রাজধানীর রামপুরা চৌধুরী পাড়ায় ভাঙ্গারী দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে পাঁচজন জন দগ্ধ হয়েছেন।
বুধবার রাতে প্রায় দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
দগ্ধরা হলেন, নাদের বয়স (৫০), নুর নবী বয়স (৫১), ইউসুফ (৪৯), গফুর সরদার, হেলাল উদ্দিন শেখ (৫০) এবং সৈয়দ আলী।
এই ঘটনার সত্যতা নিশ্চিত ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, রামপুরা থানাধীন চৌধুরী পাড়া নাদিরের ভাঙ্গারির দোকানে পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে ঘটনাটি ঘটে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
একাত্তর/ এনএ