চা বানানোর সময় গ্যাস লিকেজ হয়ে রাজধানীতে মা, মেয়ে ও শাশুড়ি দগ্ধ হয়েছেন।
রোববার (৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ওয়ারী থানার নবাবপুর রোডের লালচান মুকিম লেনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- কানিজ ফাতেমা (৩৫), তার মেয়ে আয়েশা আক্তার (৬) ও শাশুড়ি আছিয়া বেগম (৭০)।
দগ্ধদের স্বজনরা জানিয়েছেন, রান্নাঘরে কোনোভাবে গ্যাস লিকেজ হয়েছিল। সেখানে চা তৈরির জন্য চুলা ধরানোর সময় আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা তিনজনই দগ্ধ হন।
আরও পড়ুন: গোয়ালন্দে পূর্ব শক্রতার জেরে যুবকের হাত কেটে বিচ্ছিন্ন
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তিনজনের মধ্যে শাশুড়িকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন।
একাত্তর/আরএ