সোমবার (৭ মার্চ) সকালে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বাড্ডায় কাঠমিস্ত্রি মোঃ আজমীর শেখ (২৭) ও গুলশানে পরিচ্ছন্নতা কর্মী সখিনা আক্তার (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিহত আজমীর শেখ এর চাচা হারুন শেখ জানান, আজমীর পেশায় কাঠমিস্ত্রী ছিলেন, সে গ্রামের বাড়ি পাবনা থেকে একই এলাকার হাফিজ ও টিটুর সাথে কাজের সন্ধানে ঢাকায় আসেন, সকালে বাড্ডার হোসেন মার্কেটের সামনে নেমে রাস্তা পার হওয়ার সময়ে রামপুরা মুখি দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল সেখান থেকে সকাল ৬ টায় ঢামেকের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজমীর শেখ, পাবনা সদর উপজেলার বাউভাঙ্গা গ্রামের কৃষক মোঃ খাইরুল শেখের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
অপর দিকে, গুলশানের কোকাকোলা মোড়ে রোববার দিবাগত রাতে (৭ মার্চ) মাইক্রোবাসের ধাক্কায় সখিনা আক্তার (২৮) নামের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
একাত্তর/এসএ