গতদিনের তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের হার কমেছে। এ সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। গতকাল এ সংখ্যা ছিলো ৩২৩।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় সাড়ে ৭ গুণ মানুষ বেশি সুস্থ হয়েছেন। দেশে গেলো ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১৭ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৯১। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৩ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২ হাজার ৪৭৯ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৫ দশমিক ২০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের মধ্যে ২ জন ঢাকার এবং ১ জন খুলনার। বাকি বিভাগগুলোতে আজ কারো মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ২ জন বাকী একজন ৭১ থেকে ৮০ বছর বয়সী।
আরও পড়ুন: প্রাথমিকে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ লাখ ৪৫ হাজার ৩৩৩ জনের। সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার ৮৬৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪৫ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৭৯৬ জন।
একাত্তর/আরএ