সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

করোনা শনাক্তের হার কমেছে, মৃত্যু বেড়েছে

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৭:৪৪ পিএম

গতদিনের তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের হার কমেছে। এ সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। গতকাল এ সংখ্যা ছিলো ৩২৩।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় সাড়ে ৭ গুণ মানুষ বেশি সুস্থ হয়েছেন। দেশে গেলো ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১৭ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৯১। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৩ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২ হাজার ৪৭৯ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৫ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের মধ্যে ২ জন ঢাকার এবং ১ জন খুলনার। বাকি বিভাগগুলোতে আজ কারো মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ২ জন বাকী একজন ৭১ থেকে ৮০ বছর বয়সী।

আরও পড়ুন: প্রাথমিকে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ লাখ ৪৫ হাজার ৩৩৩ জনের। সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার ৮৬৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪৫ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৭৯৬ জন।


একাত্তর/আরএ

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ওপর বিভ্রান্তিমূলক যে প্রচরণা চালানো হচ্ছে তা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হবে। 
বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সোচ্চার হওয়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেসওমেন বনি ওয়াটসন কোলম্যান।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত